বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৯০ ভাগ মানুষ সরকারের পতন চায় : অলি

নিজস্ব প্রতিবেদক

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের ৯০ ভাগ মানুষ বর্তমান সরকারের পতন চায়। কারণ এ সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। গতকাল এক বিবৃতিতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য করে অলি আরও বলেন, দুর্নীতিতে মানুষ সর্বস্বান্ত। যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। জনগণের প্রতি আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, আসুন সবাই মিলে এ নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দেবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

 ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় তেজগাঁওয়ের পূর্ব পান্থপথস্থ এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে জানিয়ে বিবৃতিতে বলা হয়- এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে, নিয়মনীতি আইন মেনে মিছিলে অংশ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর