বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু ৩০ ডিসেম্বর শুক্রবার ও ৩১ ডিসেম্বর শনিবার ছুটির দিন হওয়ায় সময় একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মানব সম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার। এর আগে ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল। তখন এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। মাসের শেষ দুদিন সাপ্তাহিক ছুটির কারণে সময় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি করা হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসকে আয়কর মাস বা রিটার্ন জমা দেওয়ার মাস হিসেবে পালন করা হয়।

চলতি বছরের নভেম্বরে ২২ লাখের মতো আয়কর রিটার্ন জমা পড়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর