মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছাত্রীদের যৌন হয়রানি, অভিযুক্ত প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীনকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি করেছে জেলা প্রশাসন, অন্যটি চসিক। চসিকের গঠন করা তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে। সদস্য করা হয়েছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমাকে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। একই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অফিসের উপপরিচালককে সদস্য করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন বলেন, মঙ্গলবারের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, ‘আমরা তদন্ত করছি, কালকের মধ্যেই রিপোর্ট জমা দেব’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর