বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু কাল, সমাপ্তি রবিবার

টঙ্গী প্রতিনিধি

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু কাল, সমাপ্তি রবিবার

প্রস্তুত বিশ্ব ইজতেমা ময়দান। রাজধানীর সন্নিকটে কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে কাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। তবে দেশ-বিদেশের অনেক মুসল্লি গতকাল সকাল থেকে ময়দানে অবস্থান গ্রহণ করায় আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে অনানুষ্ঠানিক বয়ান ও তাবলিগ জামাতের বিভিন্ন আমল শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমার উভয় পর্ব। এদিকে দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের কাছে গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে টঙ্গী ইজতেমা মাঠ বুঝিয়ে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। সরেজমিনে জানা যায়, গতকাল সকাল থেকেই বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ময়দানে প্রবেশ শুরু করেন এবং জেলাওয়ারি নিজ নিজ নির্ধারিত খিত্তায় অবস্থান গ্রহণ করেন। এবার  জেলাওয়ারি মুসল্লিরা ৮৫টি খিত্তায় অবস্থান করবেন।  মুসল্লিরা আখেরি মোনাজাত শেষে জামাতবদ্ধ হয়ে তাবলিগের মেহনতে দাওয়াতি কাজে আবার বেরিয়ে পড়বেন। কেউ এক চিল্লা, কেউ দুই চিল্লা, কেউ তিন চিল্লার জন্য জামাতবদ্ধ হয়ে ময়দান ত্যাগ করবেন। বিশ্ব ইজতেমায় আগত ইন্দোনেশিয়ার এক মুসল্লি মো. সিরাজ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, দীনের মেহনতে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, ইজতেমা শেষে জামাতবদ্ধ হয়ে তারা ভারতে অবস্থান করবেন। এভাবে সবাই বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে পড়বেন। সবার একটাই লক্ষ্য-উদ্দেশ্য আল্লাহকে রাজি-খুশি করা। এ নিয়ে তিনি তিনবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসেছেন বলে জানান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর উপপুলিশ কমিশনার মাহবুব-উজ্জামান বলেন, আগত মুসল্লিদের সেবায় বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এখানে সাদা পোশাক, পোশাকে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ সবাই একসঙ্গে সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে মুসল্লিদের সেবা দিতে সচেষ্ট থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৪টি কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থাকবে। র‌্যাবের পক্ষ থেকে কন্ট্রোল রুম, আকাশপথে হেলিকপ্টার দিয়ে মনিটরিং; মোবাইল, ফুট প্যাট্রোল, নৌ-টহল টিম থাকবে। মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান প্রস্তুত রয়েছে।

ইতোমধ্যে দেশ-বিদেশের ভিআইপি মুসল্লিরা বিভিন্ন তাশকিলে অবস্থান করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম পর্বের লোকজন মোনাজাত শেষে বিদেশি কামরায় রুটি বানানোর চুলা, গ্যাসলাইন বিচ্ছিন্নসহ বেশ কিছু চট সরিয়ে ফেলেন। যে কারণে বিদেশি কামরা প্রস্তুত করতে একটু কষ্ট হয়েছে, এটা মুরব্বিরা জেনে কষ্ট পেয়েছেন।

সাদপন্থিদের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর : সরকারি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের কাছে টঙ্গী ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে কাল ২০ জানুয়ারি সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার উভয় পর্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর