সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার নামে আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ ও হত্যার ঘটনায় মূলহোতা সেন্টুসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। গতকাল গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- রাজশাহীর বাগমারার শ্রীপতিয়াপাড়া গ্রামের সেন্টু সরদার, দিনাজপুরের বীরগঞ্জ থানার নৌপাড়ার জমির উদ্দিন, সুনামগঞ্জের ধর্মপাশার রাব্বী আহম্মদ ও টাঙ্গাইলের গোপালপুরের কামদেববাড়ী গ্রামের জহিরুল ইসলাম। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। গতকাল আশুলিয়ার নবীনগরে র‌্যাব-৪ এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাবিক মাহমুদ খাঁন। তিনি বলেন, ২১ জানুয়ারি গাজীপুরে আরিফ নামে ১৯ বছর বয়সী এক তরুণকে আশুলিয়ার শিমুলিয়ার কলতাসুতি এলাকায় গার্মেন্টেসে চাকরি দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন পূর্ব পরিচিত সেন্টু।

 পরে তার কাছে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরে তাকে কয়েকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কলতাসুতি এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও মামলাটি ছায়া তদন্ত শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর