মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক কিছুটা কমেছে। আগের দিনেও দরপতন হয় দুই শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন ৪৮৯ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে হিসাবে লেনদেন বেড়েছে ২০ কোটি ৩১ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৫৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ টাকা বেড়ে ১০৪ টাকায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ৪৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১২ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর