রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেমিকের বাসায় লামিয়া আলম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সদস্য প্রেমিক বিয়ের দাবি না মানায় তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে দাবি তার পরিবারের। গতকাল বেলা ১১টায় যাত্রাবাড়ীর মাতুয়াইলে হাজি আবদুল লতিফ ভুঁইয়া কলেজের পাশে একটি বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে মৃত ঘোষণা করেন। এর পরই সোহাগ নামে অভিযুক্ত ওই পুলিশ সদস্য হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। ঢামেকসূত্র জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের বাসিন্দা আলম হোসেনের দুই মেয়ের মধ্যে বড় লামিয়া আলম। তার বাবা ইরাকপ্রবাসী। ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। লামিয়া ধানমন্ডিতেই থাকতেন। পুলিশ কনস্টেবল সোহাগের বাড়ি মানিকগঞ্জে।