শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে মালি গেছেন বিমানবাহিনীর ৭০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

শান্তিরক্ষা মিশনে মালি গেছেন বিমানবাহিনীর ৭০ সদস্য

বাংলাদেশ বিমানবাহিনী, রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টের ১১০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিমান বাহিনীর ৭০ সদস্য জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে গতকাল মালি গেছেন। বাকি সদস্যরা আগামী ২ মার্চ মালি যাবেন। আইএসপিআর জানায়, বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন এ টি এম ইরফানুর রহমান। যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমানবন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর