শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিভিন্ন পরিচয়ে প্রতারণা চক্রের সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা সেজে কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও বিকাশের কর্মকর্তা সেজে প্রবাসী কার্ড হ্যাক করে অর্থ আদায়ের ঘটনায় জড়িত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- মো. মোস্তাক হাওলাদার, আবদুল হালিম ফরাজী, কপাল ওরফে মৃত্যুঞ্জয় মজুমদার, মো. সুজন শেখ, মো. তুহিন সরদার ও মো. সজিব আকশ। বৃহস্পতিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রতারকরা বিকাশের কর্মকর্তা সেজে প্রবাসী কার্ড মোবাইল অ্যাপস ব্যবহার করে বিকাশের বিটুবি নম্বর ক্লোন করে মানুষকে ফোন দেয়। তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোবাইলের ওটিপি নম্বর নিয়ে কৌশলে বিকাশ এজেন্টের ৩ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। ডিএমপির লালবাগ থানায় ভুক্তভোগী ২০২১ সালের ৭ আগস্ট মামলা করলে ওই মামলা তদন্ত করে সিআইডি। সিআইডি কর্মকর্তা আজাদ জানান, আরেকটি ঘটনায় প্রতারক চক্রের সদস্যরা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আর্থিক অনুদানপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নামের তালিকা সংগ্রহ করে। প্রতারকরা জানায়, অনুদান পেতে হলে এটিএম কার্ডের নম্বর পাঠাতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর