মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বরিশালে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর অডিশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ ‘কুরআনের নূর’-এর বরিশাল বিভাগের অডিশন শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় বরিশাল নগরীর কাশীপুর দারসুল কুরআন একাডেমিতে এ অডিশন শুরু হয়। এর আগে সকাল ৭টা থেকে দারসুল কুরআন একাডেমি প্রাঙ্গণে ভিড় করেন বিভাগের ছয় জেলার খুদে হাফেজ প্রতিযোগীরা।

১৫ বছরের কম বয়সে ৩০ পারা কুরআনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে জাতীয় এ হিফজুল কুরআন প্রতিযোগিতা। অডিশন পর্বে একসঙ্গে পাঁচজন প্রতিযোগী  বিচারকদের সামনে সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে। পরে বরিশাল বিভাগ থেকে অডিশন পর্বে ৩০ জন হাফেজকে নির্বাচিত করে তাদের ইয়েস কার্ড প্রদান করা হয়। ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার বিভাগীয় প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা ইমরান নুরুদ্দীন জানান, প্রথম পর্বে ইয়েস কার্ড পাওয়া ৩০ জনকে রেকর্ডিয়ের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। আর এ কাজটি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সমন্বয় করবেন বরিশাল বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ ক্বারি ফয়জুল্লাহ হুসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর