শিরোনাম
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও ফটো সাংবাদিকদের সংবর্ধনা, স্বরচিত কবিতা পাঠ, একুশের গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, ফটোসাংবাদিক পাভেল রহমান ও কবি তারিক সুজাতকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিতদের হাতে ফুল শুভেচ্ছা ও মানপত্র তুলে দেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও যুগ্ম সম্পাদক আশরাফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলম। সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কবি হাসান হাফিজ। ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ঢাকায় না থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আবু সালেহ, তারিক সুজাত, আতাহার খান, মাহবুব হাসান প্রমুখ।

কবি সোহরাব হাসান, কবি শামীমা চৌধুরী, কবি রফিক ভুইয়া, কবি জান্নাতুল বাকিয়া কেকাসহ ক্লাবের প্রবীণ ও নবীন কবিরা।

অনুষ্ঠানে ক্লাব সদস্যদের সন্তানরা দলীয়ভাবে একুশের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বুলবুল ললিতকলা একাডেমির শিল্পীরা আবৃত্তিসহ দেশাত্মবোধক কোরাস গান ও নৃত্য পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর