বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বায়ান্নর ভাষা আন্দোলনের ফল একাত্তরের স্বাধীনতা অর্জন : আমু

ঝালকাঠি প্রতিনিধি

বায়ান্নর ভাষা আন্দোলনের ফল একাত্তরের স্বাধীনতা অর্জন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্র সমাবেশ ডেকে চুক্তি করেন রাষ্ট্র ভাষা বাংলা হবে। বাংলা ও উর্দু দুটোই থাকবে। তাকে যখন ভারতের মুখ্যমন্ত্রী করা হলো তখন তিনি বোল পাল্টিয়ে বলেন, উর্দুই হবে জাতীয় ভাষা। কারাবন্দি বঙ্গবন্ধু তখন ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ডেকে আন্দোলনের ঘোষণা দেন। তিন দিনের আন্দোলনের ঘোষণা দেওয়া হলে ২১ ফেব্রুয়ারি প্রথম দিনেই পুলিশ মিছিলে গুলি চালায়। তখন আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। বাঙালি চেতনাকে ধ্বংস করে একটি দ্বিজাতি ভাবধারা চালুর চেষ্টা চালায়। তারা সিদ্ধান্ত নেয়, উর্দু হবে জাতীয় ভাষা। বায়ান্নর আন্দোলনের স্বরূপ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপ নেয়। ফলে স্বাধীনতা অর্জন হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা স্টেডিয়ামের সামনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।

সর্বশেষ খবর