শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ওমর ফারুক পলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল রানা নামে পলকের আরেক সহপাঠী আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পলককে মৃত ঘোষণা করেন। আহত জুয়েলের পা ভেঙে গেছে। গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর ভাঙা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিকশাচালক রিয়াদ ফকির জানান, একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। আহত জুয়েল রানা জানান, তিনি নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী তারা।

সকালে পলকের মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় আশিয়ান সিটির একটি বাস তাদের বাইকটিকে ধাক্কা দেয়। হাসপাতালে নিহতের মামার বন্ধু নাদিম হোসেন জানান, দুজনই একই সেমিস্টারের শিক্ষার্থী। পলক ও তার বন্ধু জিনজিরা থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পলকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার মামা জামশেদ আলম। তাদের বাড়ি চট্টগ্রাম মিরসরাই উপজেলার আবুরহাট গ্রামে। পলকের বাবার নাম মমিনুল হক। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় পলক। তার ছোট মামা দিদারুল আলম ভারত সফরে যাবেন। সেজন্য পলক কেরানীগঞ্জের জিনজিরায় তার মামার সঙ্গে দেখা করতে যান। পরে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। আহত জুয়েলের বাবা আবদুর রহিম জানান, বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা চলছিল। সকাল ৭টার দিকে জুয়েল বাসা থেকে বের হয়। কয়েক ঘণ্টা পর তার মুঠোফোন থেকেই খবর পান, দুর্ঘটনায় আহত হয়ে জুয়েল ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। ওয়ারী বিভাগের ডেমরা জোনের এসি মধুসূদন দাস জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্তসহ এর চালককে ধরতে অভিযান চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর