বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুতের মূল্যবৃদ্ধি দুর্ভোগ বাড়াবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম আবারও বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত দুই মাসে তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। বাজারে দ্রব্যের উচ্চমূল্যে ইতোমধ্যে জনগণের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ আরও বাড়াবে। সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। বিবৃতিতে নেতৃদ্বয় আর জনদুর্ভোগ না বাড়িয়ে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান।

 

সর্বশেষ খবর