শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বনভূমি পুনরুদ্ধার অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক

বনভূমি পুনরুদ্ধার অভিযান চলবে

সারা দেশে জবরদখল করা বনভূমি পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয়কে সক্রিয় থাকার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বন অধিদফতরকে আগামী জুলাই মাস থেকে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দখল করা জমি উদ্ধার অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এ ছাড়া সরকারি স্থাপনায় শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে কমিটি। রাজধানীর শেরেবাংলা নগরে বন অধিদফতরের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মার্টিন মেটসন ‘ডিক্লারেশন অব ডিগ্রেডেড এয়ার শেড’ ইটভাটা সংক্রান্ত বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বন অধিদফতর, পরিবেশ অধিদফতরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নির্মাণাধীন গ্রামীণ রাস্তাগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিবি বাস্তবায়ন করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত বেতনভুক্ত মহিলা কর্মীদের কাজ তদারকির সুপারিশ করেছে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে গ্রামীণ রাস্তা, স্কুল ভবনসহ সব অবকাঠামো জনগণের সম্পদ হিসেবে জনমনে ইতিবাচক চিন্তাভাবনা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ নির্মাণাধীন গ্রামীণ রাস্তাগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইলের কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ও সমবায় মার্কেট সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয়। অডিট প্রতিবেদনে ১১ কোটি টাকা আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। অন্যান্য অভিযোগের বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর