রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‌্যালি

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ থেকে ৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদ্যাপন করছে সরকার। আইএসপিআর জানায়, এরই অংশ হিসেবে গতকাল পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’-এর উদ্বোধন এবং লঞ্চঘাট সংলগ্ন কচা নদীতে নৌ র?্যালি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেঘনা অংশ নেয়। নৌবাহিনীর জাহাজগুলো দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করবে। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।  নৌবাহিনী দেশের বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, চাঁদপুর ও বরগুনা জেলায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌবাহিনীর আটটি জাহাজ ও প্রায় ৩ শতাধিক নৌসদস্য অংশ নিচ্ছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর