সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিন তানভীরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেন। সাকিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংযুক্ত শিক্ষার্থী। একই সঙ্গে তাকে তার অপরাধের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো এবং সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে সাকিন তানভীরের বিরুদ্ধে যৌন হয়রানি, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা, অন্যদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা, ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ভাষায় মেসেজ দেওয়া, একাডেমিক কাজে জুনিয়রদের দিয়ে কাজ করিয়ে নেওয়া এবং যথাযথ ক্রেডিট না দেওয়াসহ বেশকিছু বিষয়ে অভিযোগ আসে।

সাকিনের সহপাঠী এবং বিভাগের জুনিয়র অন্তত আট শিক্ষার্থী তার বিরুদ্ধে এসব অভিযোগ আনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর