গণঅধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, দেশের এই সংকটে সব নাগরিককে ভাবতে হবে আমরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করব নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করব। পল্টনে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে গতকাল একথা বলেন তিনি। নূর বলেন, গুম, খুনের কারণে র্যাবের ছয়জন নিষেধাজ্ঞায় পড়েছে। যারা গুম, খুন ও ভোটাধিকার হরণ করেছে, তারা নিজের কারণে নিষেধাজ্ঞা পড়েছে। দেশ-জনগণের জন্য কাজ করতে গিয়ে তারা নিষেধাজ্ঞায় পড়েনি। যারা গুম, খুন ও ভোটাধিকার হরণের মতো জঘন্য কাজ করবে তারা এরকম দুনিয়াতেও শাস্তি ভোগ করবে, মরার পর আখেরাতেও করবে। পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাশেদ খান, হাসান আল মামুন, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ প্রমুখ।