পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আজ মানবিক বিভাগের শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। বি ইউনিটে সারা দেশে মোট ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছুক পরীক্ষায় অংশ নেবে বলে জানান সমন্বিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সচিব ওহিদুজ্জামান। ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে। এর অংশ হিসেবে আজ ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মে শনিবার বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিট এবং ৩ জুন শনিবার বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।