বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারকে সতর্ক করতে তৃতীয় পদক্ষেপ মার্কিন ভিসানীতি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে সতর্ক করতে তৃতীয় পদক্ষেপ হিসেবে মার্কিন ভিসানীতি এসেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও বাংলাদেশের সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে ভোটে চুরি-কারচুপির বিষয়ে আওয়ামী লীগ সরকারকে সতর্ক করল। তারপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার কথা বলল। এর পরও যখন কিছু হলো না, তখনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে নতুন ভিসানীতি গ্রহণ করেছে।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সচিব মোফাজ্জল করিম, আইনজীবী মহসিন রশিদ, অধ্যাপক রুহুল আমিন, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম। গণ অধিকার পরিষদের বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য দেন।

সর্বশেষ খবর