বড় ভাই সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন সৈয়দ সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর ছোট ভাই পরিচয় দিয়ে সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী অভিযোগ করেন, সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী একজন জালিম, ঠকবাজ ও প্রতারক। তার কাছে ভাই-বোনও নিরাপদ নয়, তাহলে দেশ ও সমাজ তার কাছে কী আশা করতে পারে? এলাকায় সে ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ারও যোগ্য নয়। রাজনৈতিক প্রশ্রয়ে আমাদের পারিবারিক সম্পত্তি দখলের পাঁয়তারা করছে সে। ‘শাহজাদা সৈয়দ সহিদ উদ্দীন আহমেদ মাইজভান্ডারী ও পরিবারবর্গ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী সংবাদ সম্মেলনে বলেন, ছোট বোনদের মিথ্যা তথ্য দিয়ে তাদের সম্পত্তিও লিখে নিয়েছে সাইফুদ্দিন আহমদ।
বাংলাদেশ সুপ্রিম পার্টিকে নিবন্ধন না দিতে তিনি ও তার ছোট দুই বোন সৈয়দা সায়েমা আহমদ ও সৈয়দা সাহেদা আহমদ গতকাল নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
তিনি বলেন, কার্যত বাংলাদেশ সুপ্রিম পার্টির কোনো অস্তিত্ব নেই। শুধু আমাদের পৈত্রিক ও পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করার লক্ষ্যেই এটিকে ব্যবহার করছে সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী। পৈত্রিক সম্পত্তির ওপর যে স্থাপনা গড়েছে তা দখল করতেই রাজনৈতিক আশ্রয় পেতে সংগঠন ব্যবহার করছে। তিনি আরও বলেন, সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী কর্তৃক দলের ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় হিসেবে উল্লিখিত ঠিকানায় আমরা দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছি। এই ঠিকানায় বর্তমানে বাংলাদেশ সুপ্রিম পার্টির সাইনবোর্ড টাঙিয়ে আমাদের বসবাসে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই দলের ব্যানার ব্যবহার করে সে ভাই- বোনের সম্পত্তি গ্রাস করার অপচেষ্টায় লিপ্ত।