সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহরের পর এবার ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। সিলেট বিভাগে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ জন রোগী। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে সিলেটের গোয়াইনঘাটের বেশ কিছু এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তিও ভর্তি হন হাসপাতালে। এরপর এডিস মশার প্রজননের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয় গোয়াইনঘাট উপজেলাকে। আক্রান্তদের ‘ট্রাভেল হিস্ট্রি’ না থাকায় ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হয়েছিলেন। ফলে ডেঙ্গু প্রতিরোধে ওই উপজেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলায় বেশ কয়েকজন গার্মেন্ট শ্রমিক ডেঙ্গু আক্রান্ত হন। তবে তাদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। সিলেটে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার বেশির ভাগই ঢাকাফেরত। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গেল বছরও এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল কেবল শহরে। কিন্তু এবার গ্রামাঞ্চলেও মিলছে লার্ভা। তাই গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানান, চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে সিলেটের ১০, সুনামগঞ্জের পাঁচ, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের দুজন রয়েছেন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল এ অভিযান শুরু হয়েছে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
সিলেটে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও
বিভাগজুড়ে আক্রান্ত তিন শতাধিক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর