সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহরের পর এবার ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। সিলেট বিভাগে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ জন রোগী। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে সিলেটের গোয়াইনঘাটের বেশ কিছু এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তিও ভর্তি হন হাসপাতালে। এরপর এডিস মশার প্রজননের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয় গোয়াইনঘাট উপজেলাকে। আক্রান্তদের ‘ট্রাভেল হিস্ট্রি’ না থাকায় ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হয়েছিলেন। ফলে ডেঙ্গু প্রতিরোধে ওই উপজেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলায় বেশ কয়েকজন গার্মেন্ট শ্রমিক ডেঙ্গু আক্রান্ত হন। তবে তাদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। সিলেটে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার বেশির ভাগই ঢাকাফেরত। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গেল বছরও এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল কেবল শহরে। কিন্তু এবার গ্রামাঞ্চলেও মিলছে লার্ভা। তাই গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানান, চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে সিলেটের ১০, সুনামগঞ্জের পাঁচ, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের দুজন রয়েছেন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল এ অভিযান শুরু হয়েছে।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন