সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহরের পর এবার ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। সিলেট বিভাগে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ জন রোগী। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে সিলেটের গোয়াইনঘাটের বেশ কিছু এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তিও ভর্তি হন হাসপাতালে। এরপর এডিস মশার প্রজননের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয় গোয়াইনঘাট উপজেলাকে। আক্রান্তদের ‘ট্রাভেল হিস্ট্রি’ না থাকায় ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হয়েছিলেন। ফলে ডেঙ্গু প্রতিরোধে ওই উপজেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলায় বেশ কয়েকজন গার্মেন্ট শ্রমিক ডেঙ্গু আক্রান্ত হন। তবে তাদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। সিলেটে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার বেশির ভাগই ঢাকাফেরত। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গেল বছরও এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল কেবল শহরে। কিন্তু এবার গ্রামাঞ্চলেও মিলছে লার্ভা। তাই গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানান, চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে সিলেটের ১০, সুনামগঞ্জের পাঁচ, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের দুজন রয়েছেন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল এ অভিযান শুরু হয়েছে।
শিরোনাম
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
সিলেটে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও
বিভাগজুড়ে আক্রান্ত তিন শতাধিক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর