সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহরের পর এবার ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। সিলেট বিভাগে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ জন রোগী। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে সিলেটের গোয়াইনঘাটের বেশ কিছু এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তিও ভর্তি হন হাসপাতালে। এরপর এডিস মশার প্রজননের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয় গোয়াইনঘাট উপজেলাকে। আক্রান্তদের ‘ট্রাভেল হিস্ট্রি’ না থাকায় ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হয়েছিলেন। ফলে ডেঙ্গু প্রতিরোধে ওই উপজেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলায় বেশ কয়েকজন গার্মেন্ট শ্রমিক ডেঙ্গু আক্রান্ত হন। তবে তাদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। সিলেটে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার বেশির ভাগই ঢাকাফেরত। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গেল বছরও এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল কেবল শহরে। কিন্তু এবার গ্রামাঞ্চলেও মিলছে লার্ভা। তাই গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানান, চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে সিলেটের ১০, সুনামগঞ্জের পাঁচ, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের দুজন রয়েছেন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল এ অভিযান শুরু হয়েছে।
শিরোনাম
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
সিলেটে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও
বিভাগজুড়ে আক্রান্ত তিন শতাধিক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর