চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দুজন হেভিওয়েট ও একজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি পরিচিত। বাকি ১২ আসনের প্রার্থীরা দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনেকেই ভোটের মাঠে নতুন। ফলে এসব প্রার্থী ভোটারদের কাছে এখনো অচেনা। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে জোটের হিসাব-নিকাশে একাধিকবার তিনি এই আসনের এমপি হয়েছেন। কিন্তু এবার এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে। একেক সময় একেক আসনে প্রার্থী হয়ে আলোচনায় থাকা এই নেতার পরিচিতি তুলনামূলক ভালো। কিন্তু চট্টগ্রাম-৮ আসনে তিনি প্রথম এবং নতুন। চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র, দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম-১ আসনে নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম-২ উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম-৪ জাপা ভাইস চেয়ারম্যান মো. দিদারুল কবির, চট্টগ্রাম-৬ উত্তর জেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ শফিক উল আলম চৌধুরী, চট্টগ্রাম-৭ উত্তর জেলা যুব সংহতির সদস্যসচিব মুছা আহমেদ রানা, চট্টগ্রাম-১০ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-১২ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, চট্টগ্রাম-১৪ জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ ও চট্টগ্রাম-১৫ আসনে উপজেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ ছালেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
ভোটের মাঠে অচেনা জাপার প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর