চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দুজন হেভিওয়েট ও একজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি পরিচিত। বাকি ১২ আসনের প্রার্থীরা দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনেকেই ভোটের মাঠে নতুন। ফলে এসব প্রার্থী ভোটারদের কাছে এখনো অচেনা। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে জোটের হিসাব-নিকাশে একাধিকবার তিনি এই আসনের এমপি হয়েছেন। কিন্তু এবার এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে। একেক সময় একেক আসনে প্রার্থী হয়ে আলোচনায় থাকা এই নেতার পরিচিতি তুলনামূলক ভালো। কিন্তু চট্টগ্রাম-৮ আসনে তিনি প্রথম এবং নতুন। চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র, দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম-১ আসনে নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম-২ উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম-৪ জাপা ভাইস চেয়ারম্যান মো. দিদারুল কবির, চট্টগ্রাম-৬ উত্তর জেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ শফিক উল আলম চৌধুরী, চট্টগ্রাম-৭ উত্তর জেলা যুব সংহতির সদস্যসচিব মুছা আহমেদ রানা, চট্টগ্রাম-১০ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-১২ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, চট্টগ্রাম-১৪ জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ ও চট্টগ্রাম-১৫ আসনে উপজেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ ছালেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
ভোটের মাঠে অচেনা জাপার প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর