চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দুজন হেভিওয়েট ও একজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি পরিচিত। বাকি ১২ আসনের প্রার্থীরা দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনেকেই ভোটের মাঠে নতুন। ফলে এসব প্রার্থী ভোটারদের কাছে এখনো অচেনা। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে জোটের হিসাব-নিকাশে একাধিকবার তিনি এই আসনের এমপি হয়েছেন। কিন্তু এবার এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে। একেক সময় একেক আসনে প্রার্থী হয়ে আলোচনায় থাকা এই নেতার পরিচিতি তুলনামূলক ভালো। কিন্তু চট্টগ্রাম-৮ আসনে তিনি প্রথম এবং নতুন। চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র, দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম-১ আসনে নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম-২ উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম-৪ জাপা ভাইস চেয়ারম্যান মো. দিদারুল কবির, চট্টগ্রাম-৬ উত্তর জেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ শফিক উল আলম চৌধুরী, চট্টগ্রাম-৭ উত্তর জেলা যুব সংহতির সদস্যসচিব মুছা আহমেদ রানা, চট্টগ্রাম-১০ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-১২ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, চট্টগ্রাম-১৪ জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ ও চট্টগ্রাম-১৫ আসনে উপজেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ ছালেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
ভোটের মাঠে অচেনা জাপার প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর