চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দুজন হেভিওয়েট ও একজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি পরিচিত। বাকি ১২ আসনের প্রার্থীরা দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনেকেই ভোটের মাঠে নতুন। ফলে এসব প্রার্থী ভোটারদের কাছে এখনো অচেনা। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে জোটের হিসাব-নিকাশে একাধিকবার তিনি এই আসনের এমপি হয়েছেন। কিন্তু এবার এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে। একেক সময় একেক আসনে প্রার্থী হয়ে আলোচনায় থাকা এই নেতার পরিচিতি তুলনামূলক ভালো। কিন্তু চট্টগ্রাম-৮ আসনে তিনি প্রথম এবং নতুন। চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র, দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম-১ আসনে নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম-২ উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম-৪ জাপা ভাইস চেয়ারম্যান মো. দিদারুল কবির, চট্টগ্রাম-৬ উত্তর জেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ শফিক উল আলম চৌধুরী, চট্টগ্রাম-৭ উত্তর জেলা যুব সংহতির সদস্যসচিব মুছা আহমেদ রানা, চট্টগ্রাম-১০ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-১২ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, চট্টগ্রাম-১৪ জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ ও চট্টগ্রাম-১৫ আসনে উপজেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ ছালেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
ভোটের মাঠে অচেনা জাপার প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর