চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দুজন হেভিওয়েট ও একজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি পরিচিত। বাকি ১২ আসনের প্রার্থীরা দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও অনেকেই ভোটের মাঠে নতুন। ফলে এসব প্রার্থী ভোটারদের কাছে এখনো অচেনা। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে জোটের হিসাব-নিকাশে একাধিকবার তিনি এই আসনের এমপি হয়েছেন। কিন্তু এবার এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে। একেক সময় একেক আসনে প্রার্থী হয়ে আলোচনায় থাকা এই নেতার পরিচিতি তুলনামূলক ভালো। কিন্তু চট্টগ্রাম-৮ আসনে তিনি প্রথম এবং নতুন। চট্টগ্রাম-১৬ আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র, দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। এর বাইরে চট্টগ্রাম-১ আসনে নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, চট্টগ্রাম-২ উত্তর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম-৪ জাপা ভাইস চেয়ারম্যান মো. দিদারুল কবির, চট্টগ্রাম-৬ উত্তর জেলা জাপার সদস্যসচিব মোহাম্মদ শফিক উল আলম চৌধুরী, চট্টগ্রাম-৭ উত্তর জেলা যুব সংহতির সদস্যসচিব মুছা আহমেদ রানা, চট্টগ্রাম-১০ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-১২ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, চট্টগ্রাম-১৪ জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ ও চট্টগ্রাম-১৫ আসনে উপজেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ ছালেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভোটের মাঠে অচেনা জাপার প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর