সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

শাহেদ আলী ইরশাদ

অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ২০২৩ সালে। গতকাল রবিবার ২০২৩ সালের শেষ দিন ব্যাংকগুলো মুনাফার হিসাব কষেছে। এতে দেখা যায়, সরকারি-বেসরকারি ১২টি ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ১ হাজার ২০৯ কোটি টাকা বেড়েছে। ২০২৩ সাল শেষে এসব ব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৪ কোটি টাকা। আগের বছর মুনাফার পরিমাণ ছিল ১০ হাজার ১৮৫ কোটি টাকা। নিট মুনাফার হিসাব চূড়ান্ত করার আগে ব্যাংকগুলো পরিচালন মুনাফার হিসাব করে। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য মতে, বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ২০২৩ সালে মোট পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৭৮১ কোটি টাকা। আগের বছর ২০২২ সালে ব্যাংকটির মুনাফা ছিল ২ হাজার ৬৪৬ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭০০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ১০৬ কোটি টাকা। যমুনা ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ২ কোটি টাকা। আগের বছর ছিল ৮৩০ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৬০০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৫৫০ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের মুনাফা হয়েছে ৪৫৫ কোটি টাকা। ব্যাংকটি ২০২২ সালে মুনাফা করেছিল ৪১৫ কোটি টাকা। আল-আরাফাহ ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮৪০ কোটি টাকা। ২০২২ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৮১০ কোটি টাকা। এবি ব্যাংকের মুনাফা বেড়েছে ১০৫ কোটি টাকা। ২০২৩ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ কোটি টাকা।  পুবালী ব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ কোটি টাকা। ২০২২ সালে মুনাফা করেছিল ১ হাজার ৪১৫ কোটি টাকা। ২০২৩ সালে ইস্টার্ন ব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। আগের বছর মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৫০ কোটি টাকা। গত বছর শেষে মেঘনা ব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকা। ২০২২ সালে ব্যাংকটি মুনাফা করেছিল ৭৫ কোটি টাকা। গড় হিসাবে ব্যাংকগুলোর মুনাফা বাড়লেও একক হিসাবে পরিচালন মুনাফা কমেছে সাউথইস্ট ব্যাংকের।

২০২৩ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা। আগের বছর মুনাফা করেছিল ১০২৮ কোটি টাকা। একইভাবে ২০২৩ সালে মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমে দাঁড়িয়েছে ৫৪৫ কোটি টাকায়। ২০২২ সালে মুনাফার পরিমাণ ছিল ৮৪৫ কোটি টাকা।

সর্বশেষ খবর