বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে : ভোক্তা’র ডিজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বাজারে চালের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। ধানের দাম ২ টাকা বাড়লেও চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। গতকাল রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কোষাধ্যক্ষ ড. মঞ্জুর-ই-খোদা তরফদার, এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ প্রমুখ।

মহাপরিচালক বলেন, এ সময়ে চালের দাম সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়েছে। অথচ যে চাল বাড়তি দামে বিক্রি করা হয়েছে সেগুলো আগের চাল। তখন ধানের দাম কম ছিল। ধানের দাম হয়তো কেজিতে ২ টাকা বেড়েছে, অথচ চালের দাম বাড়ানো হয়েছে ৮ থেকে ১০ টাকা। গুদামে দেখা যায় বস্তা বস্তা মজুত করা চাল।

 

সর্বশেষ খবর