রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গণপূর্ত ও রাজউকের আরও সজাগ হওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ একটা ভুলের জন্য ৪৬টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল। এই অনিয়মের বিরুদ্ধে অভিযান চলা উচিত। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযান চলবে। অতীতে কী হয়েছে, তা নিয়ে কথা বলে লাভ নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না। সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও অবশ্যই থাকবে। কিন্তু সেই হাসপাতালগুলো যদি নিয়ম মেনে চলে তাহলে কোনো আপত্তি নেই। আমরা একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর