নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায় জঙ্গি আস্তানার প্রধান মো. জাভেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে এবং তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। গত ৩ জুলাই বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়ি ঘিরে অভিযান চালিয়ে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই ওই আস্তানা থেকে পালিয়ে আত্মগোপনে যান জাভেদ এবং তার সহযোগীরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় প্রধান আসামি জাভেদ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জাভেদকে গ্রেফতার করা হয়। জাভেদ নেত্রকোনায় ‘আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেয়। সেখানে বোমা তৈরিতে অভিজ্ঞতা অর্জন করে। সেই অভিজ্ঞতা থেকে রূপগঞ্জের ভাড়া বাড়িতে বোমা তৈরি করে আসছিল। গতকাল রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউর পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, গত ৯ জুন নেত্রকোনা মডেল থানার ৭ নম্বর কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামের স্থানীয় একটি খামারবাড়ি ভাড়া নিয়ে মৎস্য খামার পরিচালনার অন্তরালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র একটি বড় প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় এটিইউ। এটিইউর বোম্ব ডিসপোজাল টিম ও সোয়াট টিম সেখানে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, মোবাইল ফোনসহ উগ্রবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদান ও সরঞ্জামাদি উদ্ধার করে। এরপর নেত্রকোনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলার সূত্র ধরে ৩০ জুন কক্সবাজার সদর থানা এলাকা থেকে প্রশিক্ষণ কেন্দ্রের নারী সমন্বয়কারী পারভীন আক্তারকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকার একটি বাড়িতে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় বলে তথ্য দেন পারভীন। ওই তথ্যের ভিত্তিতে বরপা এলাকার বাড়িটি শনাক্ত করা হয়।