শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
রংপুরে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য

বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সময় বীর শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সংবাদ সম্মেললনে বলা হয়, বাংলাদেশের ছাত্রসমাজ, তাদের অভিভাবকসহ বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন যার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে তার জন্য সবাইকে অভিনন্দন। যারা শহীদ হয়েছেন, তারা জাতির আগামীর পথপ্রদর্শক। এই পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় সবাইকে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এরই ধারাবাহিকতায় রংপুর মহানগরের বিভিন্ন সনাতন সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করে তাদের সঙ্গে মতবিনিময় করে এবং পাশে থেকে মনোবল বাড়ানোর আশ্বাস দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বারসহ কার্ড বিতরণ করা হয়েছে। আমরা মনে করছি তারপরেও এটা যথেষ্ট নয়। জানমালের নিরাপত্তা ও শান্তি সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর