সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
সংবাদ সম্মেলন

এএসপির সহায়তায় উত্তরায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরাতে পুলিশের এক এএসপির সহায়তায় যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ নুরুর রহমানের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় মো. সোহেল রেজা ওরফে ইদন নামে এক সন্ত্রাসী ২০২২ সালে জোর করে ওই প্রবাসীর বাড়িটি দখল নিয়ে প্রতি মাসে ৮৫ হাজার টাকা ভাড়া তুলে নিচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাননি নুরুর রহমান। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ নুরুর রহমান। তার পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অ্যাডভোকেট তানজিল আহমেদ সানি। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ নুরুর রহমান। তিনি অভিযোগ করেন, সোহেল তার বোন জামাই এএসপি বাহাউদ্দিন ভূইয়ার শেল্টারে বাড়িটি দখল নিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর