নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগে গত ছয় দিনে ৯৪ জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ লাখ ৬২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুসারে, গত ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগের বিভিন্ন নদনদীতে ৭১১টি অভিযান চালানো হয়। সেই সঙ্গে ২৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মামলা হয়েছে ২৫৯টি। জব্দ হয়েছে ৫ হাজার ৬৪৯ কেজি ইলিশ। উদ্ধার হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৫ লাখ ৮৮ হাজার ৭০০ মিটার অবৈধ জাল।