সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, নৈশভোজ ও র্যাফেল ড্রসহ নানা আয়োজনে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাব ভবন ও প্রাঙ্গণ নান্দনিক আলোকসজ্জায় সেজেছে। এদিন বিকাল থেকে বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারণে মুখর হয়ে উঠে ক্লাব আঙিনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টায় তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া। তথ্য উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্যের পর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকসহ প্রেস ক্লাব কমিটির সদস্যরা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিল্পী ফেরদৌস আরা, কনকচাঁপা, উল্কা হোসেন, আলম আরা মিনু, শাহরিয়ার রাফাত, ইবনে রাজন প্রমুখ।