ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
এই মেলায় ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ ছয় দেশের ১৫০ জন উদ্যোক্তা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২৮৮টি স্টল অংশ নিচ্ছে। বাংলাদেশের সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
মেলার আয়োজকরা জানান, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ২০ টাকার বিনিময়ে এ মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। ১০ বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি করা হয়েছে। এ ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে জালাল আহমেদ বলেন, বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে আকৃষ্ট করতে এমন মেলার আয়োজন করা হয়েছে। আগামী বছর যাতে আরও জাঁকজমকপূর্ণভাবে মেলার আয়োজন করা যায়, সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইবিপি) বিকল্প মেলা নয়, বরং এটি ব্যবসায়ীদের জন্য সহায়ক মেলা। এ মেলা ধীরে ধীরে আরও বড় পরিসরে হবে।
হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলা আয়োজন করতে কিছুটা বিলম্ব হলেও বিদেশি স্টল মালিকরা কোনো রকম জটিলতা ছাড়াই মেলায় অংশ নিতে পেরেছে। সরকারের সার্বিক সহায়তায় মেলা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সফল হবে।
মেলা আয়োজক কমিটির সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল আহমেদ, হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন প্রমুখ।