ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে সব সংস্কার ব্যর্থ হবে। স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি জুন নাগাদ শেয়ারবাজারে ভালো অবস্থা দেখতে পারব।
গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে সিএমজেএফ কার্যালয়ে এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোলাম সামদানি ও সাধারণ সম্পাদক আবু আলী উপস্থিত ছিলেন। মমিনুল ইসলাম বলেন, আমাদের শেয়ারবাজার অনেক সঙ্কুচিত। ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। তবে একই সময়ে বিশ্বের অন্যসব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এ অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডার বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচক কাজ করছে। ডিএসই চেয়ারম্যান বলেন, সবকিছুই বিফলে যাবে যদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারি।
এ ক্ষেত্রে ৪টি কাজ গুরুত্ব দেওয়া হচ্ছে। চারটি কাজের মধ্যে একটি দ্রুত সময়ে কিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি। এ ছাড়া নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, ট্যাক্স সুবিধা দেওয়া ও ইনসাইডার ট্রেডিং বন্ধ করা।
এই ট্রেডিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স। স্টক এক্সচেঞ্জগুলোর অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ।
এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানবসম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।