সুনামগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণে জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি না করায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দাওয়াতপত্র ছাপিয়ে বিতরণ ও মঞ্চ প্রস্তুতসহ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের পরও হয়নি অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মো. শফিকুর রহমানকে সভাপতি করে অনুষ্ঠানে প্রধান অতিথি রাখা হয়েছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিজাম উদ্দিনকে। অপর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, রবিবার দুপুরে প্রধান শিক্ষককে নিজ কার্যালয়ে ডেকে পাঠান জেলা প্রশাসক। এরপর স্কুলে এসে সোমবারের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন প্রধান শিক্ষক। ২৩ জানুয়ারি নতুনভাবে অনুষ্ঠানের যে সূচি নির্ধারণ করা হয় সেখানে প্রধান শিক্ষকের স্থলে সভাপতি করা হয় ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে।
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্নের আকস্মিক অনুষ্ঠান স্থগিত করায় ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। গতকাল অনেক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে এসে হতাশ হয়ে ফেরত যান।
নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল তালুকদার বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১৫ দিন ধরে রিহার্সেল দিচ্ছি। সবকিছু প্রস্তুত। হঠাৎ শুনি অনুষ্ঠান স্থগিত। এতে আমরা কষ্ট পেয়েছি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত হয়েছে। আমি তো অনুষ্ঠান বন্ধ করতে বলিনি। অনুষ্ঠান কেন বন্ধ হয়েছে এ বিষয়ে প্রধান শিক্ষকই ভালো জানেন।