দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, প্রতিটি প্রকল্পের কাজ ঠিকাদারবান্ধব নয়, বাংলাদেশবান্ধব হতে হবে। গতকাল নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত দুদকের ১৭২তম গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠিত গণশুনানিতে ৩১টি সরকারি দপ্তরের বিপরীতে ৮১টি অভিযোগের শুনানি হয়। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ করে অনুসন্ধানের সিদ্ধান্ত এবং দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন প্রমুখ।