উচ্চ শব্দে হর্ন বাজানোসহ বিভিন্নভাবে শব্দদূষণ করায় গতকাল রাজধানীর মতিঝিল এলাকায় আটটি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মোহাম্মদপুরে উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী রাখায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সতর্ক করা হয়েছে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। একই দিনে রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে একটি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
এ ছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়।