রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ আরও সুন্দর করার জন্য বৃক্ষরোপণ এবং ফুলের গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের অনুষ্ঠানে এক আলোচনা সভায় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবদুল খালেক সরকারের সভাপতিতে বক্তব্য রাখেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, শিক্ষক মো. গোলাম রব্বানী, শিক্ষক মো. মিলন মিয়া, শিক্ষক মো. শহিদুল ইসলাম সাজু। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহসাংগঠনিক সম্পাদক রবি দাশ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হই, গাছ লাগাই, গাছ বাঁচাই এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাই।’