নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। কর্মসূচিতে ‘নারী পুরুষ বাইনারি এই শর্তেই দেশ গড়ি’, ‘যৌনকর্মী স্বীকৃতিদান, মায়ের জাতির অপমান’, ‘সম অধিকার নয়; চাই ন্যায্য অধিকার’, ‘নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী’, ‘পতিতাবৃত্তিকে না বলি’, ইত্যাদি স্লোগানের প্ল্যাকার্ড ব্যবহার করতে দেখা যায়। সংস্থার নেত্রীরা জানান, নারীবিষয়ক সংস্কার কমিশনের পেশকৃত প্রস্তাবনার অধিকাংশই ইসলাম ধর্ম-জাতিসত্ত্বার সঙ্গে সাংঘর্ষিক।
এটা নারীদের মর্যাদা খর্ব করে। স্বাধীনতার নামে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা পারিবারিক কলহ আরও বাড়িয়ে তুলবে। অবিলম্বে এসব প্রস্তাবনা বাতিল করতে হবে।
নারীর ডাকে মৈত্রী যাত্রার সমালোচনা করে নেত্রীরা বলেন, উচ্ছৃঙ্খল আচরণ, অশালীন পোশাকে নারীর অধিকার আদায়ের নামে নারীর ভূষণকে খর্ব করা হয়েছে, ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে যা ধর্মীয় অবমাননা, ট্রান্স মুক্তিকে নারীমুক্তি হিসেবে প্রচার করা হচ্ছে। নতুন কমিশন গঠন করে সংস্কার কাজ এগিয়ে নেওয়ার দাবি জানান তারা।