বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। খাদ্য উৎপাদনের সূচনা, পোশাক, রেমিট্যান্সের সূচনা বিএনপির হাত ধরে। পল্লী বিদ্যুৎ, সমুদ্রে মাছ আহরণ, নারীশিক্ষা, উপবৃত্তি, শিক্ষার জন্য খাদ্য, সমবায় প্রতিষ্ঠা, গ্রাম সরকার গঠন সব করেছে বিএনপি। দলটি সব সময় জনগণের কল্যাণের কথা ভাবে। বর্তমানে দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দিন পার করছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের অস্থিরতা কমে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে নিতে শিক্ষিত বেকার যুবকদের কাজে লাগাতে হবে।
গতকাল বিকালে শহরের মমইন কনফারেন্স হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন তরুণরাই দেশের ভবিষ্যৎ চাবিকাঠি। তাই তো তিনি কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও এখনো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি। এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। যেখানে আইন প্রণয়ন করে সংস্কার করা যায়। স্থানীয় সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না।’
সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, অস্ট্রেলিয়ার সিডনি ওয়াটারের স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, আবহাওয়া ডট কমের প্রতিষ্ঠাতা ও গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচ আর বিশেষজ্ঞ শারমিন সুলতানা জয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর।