সংসদ নির্বাচনে বিলম্বই দেশে চলমান অস্থিরতার মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। কারা এ পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এ প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। যদি রোডম্যাপ দেওয়া হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার (ইউনূস) সঙ্গে বসতে পারতাম। কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি, অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।
তিনি বলেন, এ দেশ আমাদের। আমাদের দেশ থেকে কেউ খেদাতে পারবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু এমন সংস্কার নয়, যার মাধ্যমে করিডর তৈরি হয়ে চট্টগ্রাম বন্দর অন্যের দখলে চলে যাবে। এমন সংস্কারও চাই না, যার আড়ালে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্বিত করে পরিস্থিতি আরও অস্থির করে তুলবে। তাই অস্থিরতা দূর করতে হলে নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করতে হবে।
আয়োজক সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।