যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক জীবনধারণ ভাতা পাবেন তিনি। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, ওই শিক্ষকের বিরুদ্ধে বডি শেমিং, বিভিন্ন সময় ভিডিও কল দেওয়া, ভিডিও কল না ধরলে পরীক্ষায় ফেল করানো, মার্ক দেওয়ার প্রলোভনে কুপ্রস্তাবসহ বিভিন্ন অভিযোগ করেন একডজন নারী শিক্ষার্থী।