পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পাশের সড়কে মো. সোহাগ (৩২) নামে এক ভাঙারি ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মঈন ও জনি নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয়রা জানান, মিটফোর্ড এলাকায় অ্যালুমিনিয়াম তারের ভাঙারি ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। নিহত সোহাগ বিগত সরকারের আমলেও এ অ্যালুমিনিয়ামের চোরাই তারের বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। হাসপাতালের সামনে দুই গ্রুপের মধ্যে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যান। কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসার আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটে।
সোহাগের মাথায় পাথর দিয়ে আঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোহাগ কেরানীগঞ্জে থাকতেন।