আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলটি বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহাম্মদ আবুল কালাম। প্রকাশিত তালিকা অনুযায়ী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ পৌর ও উপজেলা)। এ ছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী।
দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনি মাঠ গুছিয়ে রাখতে প্রার্থী তালিকা করা হয়েছে। এটা চূড়ান্ত বলা যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ও ইসলামী দল নিয়ে জোট করার কথা রয়েছে। তখন আসনভিত্তিক প্রার্থীও পরিবর্তন হতে পারে।