জলধি প্রকাশনী থেকে প্রকাশিত হলো মনিজা রহমানের কাব্যগ্রন্থ ‘অফেরতযোগ্য দীর্ঘশ্বাস’ ও গল্পগ্রন্থ ‘এক পশলা বৃষ্টি কেনার আগে’। জলধি-সন্ধ্যার ২৭তম আসরে গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বই দুটোর মোড়ক উন্মোচন করা হয়। শিরিন আক্তারের কণ্ঠে মনিজা রহমানের ‘সেই সব দুপুরগুলো’ নামের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় এ উৎসব। প্রকাশক নাহিদা আশরাফীর সঞ্চালনায় বই দুটি নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, সিরাজুল ইসলাম, ফিরোজ আহমেদ বাবু, সাহিত্য সমালোচক লাবনী ম ল, কবি ও লেখক শান্তা মারিয়া, ক্রীড়া সংগঠক আনিস রহমান প্রমুখ।
আলোচকরা বলেন, আমরা যারা সাধারণ আমাদের চোখ দুটি। আর যারা লেখালেখি করেন তাদের চোখ তিনটি। তৃতীয় চোখ হলো অন্তর। মনিজা রহমান তৃতীয় চোখ দিয়েই সমাজকে দেখেন।
তারা বলেন, মনিজা রহমানের লেখা গল্প পাঠক খুব মনোযোগ দিয়ে পড়ে। তিনি থাকেন আমেরিকায় কিন্তু তার কবিতায় পুরোনো ঢাকা উঠে এসেছে। একজন প্রবাসীর আত্মায় যে সারাক্ষণ দেশ বসবাস করে সেটা মনিজার কবিতায় সেটা উঠে আসে। এটাই লেখকের স্বার্থকতা।
আলোচনার ফাঁকে লেখকের কবিতা আবৃত্তি করেন লিপি কাজী, মাহি ফারহানা প্রমুখ।