মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা পদত্যাগ করেছেন। গতকাল বিকালে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। তারা হলেন উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ রহমান বলেন, ‘ব্যক্তিগত কারণেই এনসিপির দায়িত্ব ও কার্যক্রম থেকে আমরা চারজন অব্যাহতি নিচ্ছি। বর্তমানে আমরা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই। আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পাটি-এনসিপির কমিটি থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন এ ইউ মাসুদ (আরফান উদ্দীন) নামে এক নেতা। শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। মাসুদ সাতকানিয়া উপজেলা এনসিপির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপির সূচনালগ্ন থেকে সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। পোস্টে তিনি অভিযোগ করে বলেন, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে।