ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। পুরাতন স্বৈরাচারী ব্যবস্থাকে বাতিল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে তারপর নির্বাচন দিতে হবে। সংসদের প্রস্তাবিত উভয়কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। রাজধানীর ক্যান্টনমেন্টে ইসিবি চত্বর মহারাজ কমিউনিটি সেন্টারে গতকাল জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিরুল হক তালুকদারের সভাপতিত্বে ও মুফতি ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণি রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে।
রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে। তাহলে দেশ সুন্দর হবে, দেশের মানুষ নিরাপত্তা ও শান্তিতে থাকতে পারবে।