রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো। গতকাল শপিং মলের বেসমেন্টে আউটলেটটি উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। উপস্থিত ছিলেন ভিভোর সাউথ এশিয়া চেয়ারম্যান হেইজি, ম্যানেজিং ডিরেক্টর ডিউক ও মার্কেটিং ডিরেক্টর ডেভিড।
উদ্বোধনী বক্তব্যে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, ‘বসুন্ধরা সিটি সবসময়ই বিশ্বমানের ব্র্যান্ডগুলোর জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে কাজ করছে। আমরা চাই দর্শনার্থীরা সর্বশেষ প্রযুক্তি ও ট্রেন্ডের সঙ্গে পরিচিত হোক। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর এই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে নতুন উদ্ভাবন একসঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ ভিভোর সাউথ এশিয়া ম্যানেজিং ডিরেক্টর ডিউক বলেন, ‘বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স স্মার্টফোন ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। গ্রাহকদের প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এবং আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এই ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছি।’