সারা দেশে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ১৩১ জনকে আটক করেছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারির সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এতে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, জুয়াড়ি, মাদক কারবারিসহ ১৩১ অপরাধীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৪৫ রাউন্ড গোলাবারুদ, ৪৯ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগজিন ও বিভিন্ন প্রকার দেশি অস্ত্র, মাদকদ্রব্য, ওয়াকিটকি, বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ। পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।