সেন্টার ফর এনআরবির উদ্যোগে, ‘আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি’ শীর্ষক আলোচনা শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক ও ব্যবসায়ী নেতা অংশ নেন। বক্তারা অর্থনীতির বিভিন্ন দিক ও ব্যবসাবাণিজ্যের বিভিন্ন সমস্যাবলি তুলে ধরেন। আগামী নির্বাচন ও প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ে উপস্থিত রাজনৈতিক নেতারা বিভিন্ন মতামত তুলে ধরেন ও দেশের উন্নতির জন্য স্থায়ীভাবে টেকসই সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষণা সংস্থা এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, ব্যাংকার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. আবদুল মান্নান, সাবেক আইজিপি আশরাফুল হুদা, এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. ক. (অব.) হেলাল উদ্দিন আহমদ, মানবাধিকারকর্মী ও গুমবিষয়ক গবেষক নুর খান লিটন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মন্জুরুল ইসলাম, ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এম এস সিদ্দিকী, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খুরশিদ মিয়া আলম, বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম, ব্যাংকার ও অগ্রণী ব্যাংকের প্রাক্তন পরিচালক খন্দকার ফজলে রশীদ, ব্যাংকার ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ নুরুল আমীন, এনআরবি সেন্টারের বোর্ড মেম্বার এ বি এম মুস্তাক হোসেন, ঢাকা চেম্বারের সাবেক পরিচালক বশিরুল্লাহ ভূঁইয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য জিয়াউল ইসলাম মুন্না, এনআরবি সেন্টার আমেরিকার সাপোর্ট গ্রুপের সদস্য সানওয়ার চৌধুরী, এনআরবি সেন্টারের বোর্ড মেম্বার সুয়েব চৌধুরী, ঢাকা বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ২৪ প্রজন্ম সাদিয়া আফরিন (প্রাপ্তি) ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
শিরোনাম
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত