বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রশাসনে আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে থাকায় জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না। আজও কেন দুর্বৃত্তরা দেশে অরাজকতা করতে পারছে?’ গতকাল বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুরে আওয়ামী লীগের হামলায় আহত ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে দোলন ভূঁইয়ার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তাঁর হাতে তুলে দেওয়া হয়। রিজভী বলেন, ‘দোলন ভূঁইয়ার মতো দলের সামান্য কর্মী রেহাই পায়নি আওয়ামী সন্ত্রাসীদের তা ব থেকে। আওয়ামী দোসররা নানাভাবে শেল্টার নিয়ে সমাজে তা ব করে বেড়াচ্ছে। প্রশাসন এখানে নিশ্চুপ কেন? অপরাধীদের ছবি তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি শুনেছি তারা বিভিন্ন বালুমহাল, ঘাট দখল করে ব্যবসা করছে। প্রশাসন কি তাহলে ঠুটোঁ জগন্নাথ হয়ে আছে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে। মানুষের শান্তি ও স্বস্তি নস্যাতে কাজ করে যাচ্ছে।’
প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে রিজভী বলেন, ‘দোলন ভূঁইয়াকে এভাবে হামলার দায় প্রশাসনকে নিতে হবে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আর একটা ঘটনা যদি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জ প্রশাসন। যদি তাদের পেছনে প্রভাবশালী কেউ থাকে তাহলে আমাদের জানান, সে যদি বিএনপির কেউ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি প্রমুখ।